জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম
জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভূরুঙ্গামারীতে তারুণ্যের আইডিয়ায় আমার চোখে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সংকোচ নদ দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ডাঃ সাজিদ, প্রধান শিক্ষক রেহনা পারভিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্মসম্পাদক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এলাকার গর্ভবতী নারী, শিশু, বয়স্ক পুরুষ মহিলাকে বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা গর্ভবতী মহিরণ (৪৫) জানান, শরীর দুর্বল কাজ করতে পারিনা। ডাক্তার দেখে ওষুধ দিলো। কোন টাকা লাগে নাই। খুব ভাল লাগছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে এবং জেলা পরিষদের অর্থায়নে জুলাই শহিদদের স্মরণে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ভবিষতেও চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি জেলা প্রশাসন, জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।
আপনার জেলার সংবাদ পড়তে