হাজিগঞ্জ ও ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোষ্ট ৩০৩ যানবাহনে তল্লাশি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১২:৩৫ পিএম
হাজিগঞ্জ ও ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোষ্ট ৩০৩ যানবাহনে তল্লাশি

চাঁদপুর জেলার আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে চাঁদপুর সদর, হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক পৃথক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে ৩০৩ টি যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।এই সময় পাঁচটি মোটরসাইকেল জব্দ ও ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

 ০৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৯ টা থেকে বেলা বারোটা পর্যন্ত   যৌথ বাহিনীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়েছে।চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন চাঁদপুর সদর উপজেলা বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্নয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গড়িতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ১৩৩ টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইলে চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকার জন্য ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়ছে। 

একই দিন হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করা হয়। 

 উক্ত যৌথ অভিযানে সর্বমোট ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসঃ আইনের শাসন সমুন্নত রাখার নদে সেনাবাহিনীর কঠোর অবস্থান অধ্যাহত থাকবে।

অপরদিকে, ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে শতাধিক গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় যৌথবাহিনীর ভ্রাম্যমান চেকপোস্ট এর কার্যক্রম চালানো হয়। 

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।