নীলফামারীতে জুলাই বিপ্লব ভাবনা আইডিয়া বাস্তবায়ন প্রদর্শনী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০১:০২ পিএম
নীলফামারীতে জুলাই বিপ্লব ভাবনা আইডিয়া বাস্তবায়ন প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আমার চোখে জুলাই বিপ্লব প্রতিপাদ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে আইডিয়া বাস্তবায়ন প্রদর্শনী। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। 

৫ আগস্ট রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, 'ওরিয়র্স অব জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এবং ছাত্র প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আশিক। প্রদর্শনীতে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষার্থী,তরুণ,সামাজিক সংগঠন, ক্লাব, স্কাউট ও নাট্যদলসমূহ অংশ নেয়। ব্যক্তি ও দলগতভাবে উপস্থাপিত ১৭টি আইডিয়ার মধ্য থেকে সৃজনশীলতা,বাস্তবতা ও সমাজ প্রভাব বিবেচনায় তিনটি আইডিয়াকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চ মাতান স্থানীয় শিল্পীরা।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান,আমার চোখে জুলাই বিপ্লব প্রতিপাদ্যে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়। যা নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি ও চেতনার সেতুবন্ধন তৈরি করবে।

আপনার জেলার সংবাদ পড়তে