কুষ্টিয়ার দৌলতপুরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয় নুদ্দিন মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া দৌলতপুর থানা পরিদর্শন করেন এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে একমত বিনিময় সভা করেছেন। এতে উপস্থিত থাকে থানা সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন কুষ্টিয়া ১দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সিকদার হাসান ইমাম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃসোলায়মান শেখ, থানা জামায়াতে ইসলামের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদ, বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রকি আহমেদ, আব্দুল হালিম আকাশ। এছাড় শিক্ষক, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের জনবল বৃদ্ধি,ফিলিপ নগরে র্যাব ক্যাম্প স্থাপন ও ফিলিপ নগর, মরিচার দূর্গম অঞ্চলে পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প স্থাপন, পুলিশের গাড়ি, এবং এলাকাবাসী সমন্বয়ে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করতে আহ্বান জানানো হয়।