নীলফামারীর সৈয়দপুরে গণঅভ্যুস্থান দিবস উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল মিছিল বের করা হয়। এটি ছিল ৫ আগস্ট ছাত্র -জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন, হাসিনার পলায়ন ও গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালী। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
বক্তব্য বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক,বিএনপি নেতা শওকত হায়াত শাহ, বিএনপির অন্যতম নেতা জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ অনেকে।