শ্রীমঙ্গলে ১১৮.৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০৮:৪২ পিএম
শ্রীমঙ্গলে ১১৮.৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত তিন দিনে ১১৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত বুধবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। দীর্ঘ সময় ধরে থেমে থেমে চলা এই বর্ষণে শ্রীমঙ্গলে সাধারন মানুষের মাঝে ছন্দপতন ঘটে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, সোমবার সকাল ৮টা ২১ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত সময়কালে বৃষ্টিপাত হয় ৪৩ মি.মি.। এরপর মঙ্গলবার দিবাগত  রাত ২টা ১৫ মিনিট থেকে আজ

বুধবার বিকেল ৩টা পর্যন্ত ৭৫ দশমিক ৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মোট বৃষ্টিপাত দাঁড়ায় ১১৮ দশমিক ৬ মিলিমিটার।

এদিকে টানা বৃষ্টিকে স্বস্তির চোখে দেখছেন চা বাগান সংশ্লিষ্টরা। সম্প্রতি কয়েকদিন তীব্র গরম ও খরার আশঙ্কা থাকায় এই বৃষ্টিকে আশীর্বাদ মনে করছেন তারা। শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানের ব্যবস্থাপক জানান, “এই সময়ে এমন বৃষ্টি আমাদের চা উৎপাদনে সহায়ক হবে। গাছগুলো সতেজ হবে, পাতার গুণগত মানও ভালো থাকবে।”

এদিকে গত ৩ দিন থেমে থেমে বৃষ্টিতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী  ও অফিসগামী চাকুরিজীবিদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এদিকে গতকাল বুধবার অনেক ছাত্র-ছাত্রীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে