আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে নিয়ে যান পুলিশ। খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে চারটি মামলায় আদালতে হাজিরা শেষে আবারও খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর দিঘলিয়া ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফুলতলা থানার মামলায় হাজির করা হয়। হাজিরা শেষে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। তাকে দিঘলিয়ার তিনটি ও ফুলতলার একটি মামলায় আদালতে তোলা হয়। এদিকে, সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে তোলা হলে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ এবং ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেয়। এর আগে অক্টোবর মাসের ১ তারিখে তাকে গ্রেপ্তার করে র্যাব।