অটো চাপায় শিশুটির মাথার খুলির চামড়া অধিকাংশই আলাদা হয়ে গিয়েছে। অটো চাপায় শিশুটির মাথার খুলির চামড়া অধিকাংশই আলাদা হয়ে গিয়েছে।
গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যেরগাঁ এলাকায় ব্যটারীচালিত অটো চাপায় একটি শিশুর মাথায় গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় বৈদ্যের গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় আশরাফুল আলমের শিশু কন্যা ইশা (৫) তার বাড়ির পাশের গ্রামীণ সড়কে এ দুর্ঘটনার শিকার হন। তখন অটো চাপায় শিশুটির মাথার খুলির চামড়া অধিকাংশই আলাদা হয়ে গিয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো: লিয়াকত হোসেন জানান, আহত ইশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলোজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “ব্যাটারী চালিত অবৈধ অটোচালকের বিরুদ্ধে আক্রান্ত পরিবার মামলা দায়ের করলে অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।