কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকদের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়েছে। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্ট প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ টি ব্লকে মোট ৯৯ টি কৃষক গ্রুপ রয়েছে। প্রকল্পের শুরু থেকে অদ্যাবদি এসব গ্রুপের সদস্যের মাঝে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে কৃষি উপকরণ এবং ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৬আগষ্ট) উপজেলা কৃষি অফিস, সদর, কিশোরগঞ্জ সহযোগিতায় অত্র প্রকল্প থেকে প্রতিটি কৃষক গ্রুপকে ০১ (এক) টি করে সর্বমোট ৯৯ (নিরানব্বই) টি ন্যাপসেক স্প্রেয়ার মেশিন, ৯৯ (নিরানব্বই) টি ফুল ফেস মাস্ক, ৯৯ (নিরানব্বই) টি গাম বুট, ৯৯ (নিরানব্বই) টি ময়েশ্চার পরিমাপক যন্র বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এ সময় উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন কারিগরি ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।