যশোরের অভয়নগর উপজেলার শিল্পাঞ্চল রাজঘাটে সুফয়িা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজঘাট মোয়াল্লমেতলা গ্রামে বৃদ্ধা নারীর নিজ ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করে পুলশি। মৃত সুফিয়া বেগম মোয়াল্লেমতলা গ্রামের মৃত কাজী আকরাম হোসেনের মেয়ে।
মৃত্যুর প্রতিবেশি ও আত্মীয় অহদিুজ্জামানরে মেয় রাজিয়া সুলতানা বলনে, গত সোমবার সুফিয়া ফুফু আমাদের বাড়ি নারিকেল কাটার জন্য একটি ছোট দা নিতে আসনে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই দা নিতে আসলে ফুফুর ঘরে গিয়ে দেখি খাটের নিছে মেঝেতে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছনে। এসময় চিৎকারে করে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দয়ে।
মৃতরে ছোট বোন মহিমা বেগম বলনে, ‘স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিঃসন্তান সুফয়িা আপু প্রায় ২০ বছর ধরে নিজ বাড়িতে একা বসবাস করতেন। বাড়ির মালিকানাসহ জমি, নগদ টাকা ও অল্প র্স্বণালংকারও ছিল তার। এছাড়া শারীরকিভাবে বছিুটা অসুস্থও ছিলেন। খাট থেেক পড়ে তার মৃত্যু হতে পারে না। এ মৃত্যু স্বাভাবকি নয়, এটি অস্বাভাবকি মৃত্যু।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম বলনে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘররে ভিতরে থাকা বৃদ্ধা নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদহে উদ্ধার করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রয়িাধনি।