গজারিয়ায় শত্রুতার জের ধরে সংঘর্ষ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ এএম
গজারিয়ায় শত্রুতার জের ধরে সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতা জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে। গুলিবিদ্ধরা হলেন, উল্লেখিত গ্রামের মজিদ মল্লিকের ছেলে ইব্রাহিম (৪০)। সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। অপর জন হলেন একই গ্রামের আব্দুল হকের ছেলে রুবেল (৩৮)। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান,বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে রুবেল ও ইব্রাহিমের মধ্যে। এরই জের ধরে ইব্রাহিমের তালুই আধারমানিক গ্রামে সাবেক ইউপি সদস্য আলী আহমদ'কে মারধর করে রুবেল। পরবর্তীতে ইব্রাহিম তার লোকজন নিয়ে প্রতিবাদ করতে রুবেল মিয়ার বাড়িতে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে  বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত রুবেলের বাবা আব্দুল হক বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী চুন্নুর পরিবারের সাথে তাদের বিরোধ চলছিল। এর মধ্যে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তার ছেলে বাড়ির পাশের মাচায় বসে ছিলেন। তার ছোট ভাই মানিক,বাবু, আওয়ামী লীগ নেতা ইমামপুর গ্রামের তাইফুর-সহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ছেলের উপর হামলা চালায়। পরবর্তীতে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে তার মধ্যে দুটি গুলি তার গায়ে লাগে। আহত ইব্রাহিমের শ্যালক ইকবাল জানান, রুবেল একজন অস্ত্রধারী সন্ত্রাস। সে গ্রামে বিভিন্ন অপরাধকান্ডে জড়িত। আলী আহমদ মেম্বার তার নানা অপকর্মে প্রতিবাদ করায় রুবেল আমার ভগ্নিপতি দিনমজুর ইব্রামিকে হত্যার উদ্দেশ্য গুলি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, 'রাত বারোটার দিকে আমাদের হাসপাতালে এরকম একজন রোগীকে নিয়ে আসা হয়। তার গায়ে গুলি জাতীয় কিছুর দুটি আঘাত ছিলো। একটি বাম হাতের কনুইতে আরেকটি ডান কাঁধে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি'। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করেছে।এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে