টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১০:৫৪ পিএম
টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ৪৬নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি কাউসার হামিদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের যৌথ স্বাক্ষরে ২২ সদস্য বিশিষ্ট একমিটি অনুমোদন দেয়া হয়। এতে বিল্লাল হোসেনকে সভাপতি ও মনির মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রব মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, নয়ন আহমেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. মিজানকে করা হয়েছে। কমিটিতে কাউছার আহমেদকে প্রচার সম্পাদক, রহমত উল্লাহকে অর্থ-বিষয়ক সম্পাদক ও নাঈম আহমেদকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইয়ামীন হোসেন, ফয়সাল আহমেদ, শাহজালাল, আল আমিন, হৃদয় মিয়া, অন্তর ও মুন্না। এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের গাজীপুর মহানগর আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সচিব নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, তারিক মাহমুদ নাদিম, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম সাবু ও বাবুল মিয়া প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, কমিটির কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি বা আওয়ামী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিস্কারসহ আইনের আওতায় আনা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে