দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাধীনতার পর এই প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসারের যোগদান। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এই সময় উপজেলার সকল সরকারি কমকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সুধী জন ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।