নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গফুর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় উপজেলার বরুয়াকোনা গারামপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গফুর রংছাতী ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফুর নিজেই তার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খান এবং সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।