ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০২:৫৮ পিএম
ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৭জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ আগস্ট)  বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহনাজ পারভীন কাজল উপ পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বিশেষ অতিথি মোঃ ইদ্রিস আলী আযিযী জেলা শিক্ষা অফিসার পিরোজপুর, মোঃ আব্দুল হান্নান  ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার। 

এসময় উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছরোয়ার মোল্লা,  দক্ষিণ ইন্দুরকানি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম , প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন 

রিপোর্টার্স ইউনিটি সিনিয়র সহ সভাপতি মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে