শেরপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৩:৩৯ পিএম
শেরপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ আগষ্ট ) বিকেলে জেলার প্রতিটা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের থানা মোড়ে মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় থানা মোড়। শেরপুর শহর, সদর উপজেলা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ঢাকডোল বাজিয়ে নানা রঙ্গের পোষাক পড়ে নেতাকর্মীরা মনের আনন্দে মিছিল করে সমাবেশে যোগদেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ,পিপি এড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপম, কামরুল ইসলাম, সাইফুল ইসলামসহ অনেকেই।  

সমাবেশে শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শহীদ পরিবারকে চাকরি দেওয়া হবে। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে