সেনবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৬:১৫ পিএম
সেনবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে থানা পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের ১নং উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও দলিল লেখক অহিদ উল্যাহ প্রকাশ অহিদ এবং ৯নং নবীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ তারেক গ্রেফতার করে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ  (ওসি) এসএম মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ দুই নেতার বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে