রোববার প্রকাশিত হবে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল, খাতা চ্যালেঞ্জে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১১:৩৬ এএম
রোববার প্রকাশিত হবে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল, খাতা চ্যালেঞ্জে নতুন রেকর্ড

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পরীক্ষার ফল প্রকাশের পর যারা চূড়ান্ত ফল নিয়ে সন্দিহান ছিলেন, তাদের জন্যই পুনঃমূল্যায়নের সুযোগ রাখা হয়। এবারের এসএসসি পুনঃনিরীক্ষা প্রক্রিয়ায় শুধু ঢাকা বোর্ডেই আবেদন করেছেন রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী। মোট আবেদন করা খাতার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি, যা গত বছরের তুলনায় যথেষ্ট বেশি—আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ে—সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানভাবে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি। বিপরীতে, সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি খাতা পুনঃমূল্যায়নের অনুরোধ এসেছে।

তবে বোর্ড স্পষ্ট করে বলেছে, ‘পুনঃনিরীক্ষণ’ বলতে খাতা নতুন করে মূল্যায়নের চেয়ে, মূলত প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না কিংবা অপটিক্যাল মার্ক রিডার (OMR) শিটে সঠিকভাবে তথ্য উঠেছে কি না—এই বিষয়গুলো যাচাই করাই মূল উদ্দেশ্য। এসব ক্ষেত্রে কোনো অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল সংশোধন করা হয়।

ফল জানবেন যেভাবে
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে দুটি উপায়ে—বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে।

ওয়েবসাইট:
ঢাকা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ গিয়ে রোল নম্বর ব্যবহার করে ফল দেখা যাবে।

এসএমএসে:

সাধারণ বোর্ডের জন্য:
মোবাইলে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025

মাদ্রাসা বোর্ডের জন্য:
ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পেতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। 
টাইপ করতে হবে: Dakhil <স্পেস> Mad <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

কারিগরি বোর্ডের জন্য:
টাইপ করতে হবে: SSC Tec <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনঃমূল্যায়নের ফল দিতে হয়। সেই হিসেব অনুযায়ী ৯ আগস্ট সময়সীমা শেষ হওয়ায়, রোববার (১০ আগস্ট) ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট নম্বরে ফল জেনে নিতে পারবেন, পাশাপাশি পরিবর্তিত ফলাফল যদি প্রযোজ্য হয়, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বোর্ডেও প্রতিফলিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে