সারাদেশে বৃষ্টির দাপট, কতদিন চলবে জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৮ আগস্ট, ২০২৫, ১২:১৩ পিএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১১:৫৭ এএম
সারাদেশে বৃষ্টির দাপট, কতদিন চলবে জানালো আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় এই বৃষ্টির ধারা চলবে আগামী কয়েকদিন। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। ঢাকায় শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা দুপুর পর্যন্ত টানা থাকতে পারে। এরপর কিছুটা বিরতির সম্ভাবনা রয়েছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এ সময়ে ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ছয়টার পর রাজধানীতে বৃষ্টির মাত্রা বেড়ে যায়।

শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেটিকে ভারি বৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, শনিবার (৯ আগস্ট) থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে তা বাড়তে পারে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নাগরিকদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে