নেতৃত্বে নতুন মুখ

ঢাবির ১৮ হলে ছাত্রদলের নতুন নেতৃত্ব, নবগঠিত কমিটিতে ৫৯৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১২:০৪ পিএম
ঢাবির ১৮ হলে ছাত্রদলের নতুন নেতৃত্ব, নবগঠিত কমিটিতে ৫৯৩ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজনৈতিক সংগঠনটি বিদ্যমান সব কমিটি বিলুপ্ত করে শুক্রবার (৮ আগস্ট) একযোগে এই নতুন কমিটিগুলো অনুমোদন করে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন গঠিত এসব কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি হলের জন্য পৃথকভাবে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে এ কমিটিগুলো গঠন করা হয়েছে।

যেসব হলে নতুন কমিটি গঠন হয়েছে
নতুন কমিটি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ১৮টি আবাসিক হল। এর মধ্যে রয়েছে—

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল,
কবি জসীমউদ্দীন হল,
মাস্টারদা সূর্যসেন হল,
বিজয় একাত্তর হল,
শেখ মুজিবুর রহমান হল,
হাজী মুহম্মদ মুহসীন হল,
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল,
সলিমুল্লাহ মুসলিম হল,
স্যার এ এফ রহমান হল,
জগন্নাথ হল,
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল,
ফজলুল হক মুসলিম হল,
অমর একুশে হল,
রোকেয়া হল,
শামসুন নাহার হল,
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল,
এবং কবি সুফিয়া কামাল হল।

নেতৃত্বে কারা আছেন
নতুন কমিটিগুলোতে যেসব নেতাকর্মী দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল—

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম, তার সঙ্গে আছেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।

হাজী মুহম্মদ মুহসীন হলের ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হয়েছেন আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম ও সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

মেয়েদের হলগুলোর মধ্য থেকে কবি সুফিয়া কামাল হলে আহ্বায়ক হয়েছেন তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী। অন্যদিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে চার সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

প্রতিটি হলে সদস্য সংখ্যা বিভিন্ন হলেও সকল কমিটিতেই তিনজন মূল নেতৃত্বে রয়েছেন। সবচেয়ে বড় কমিটি গঠিত হয়েছে হাজী মুহম্মদ মুহসীন হলে (৬১ জন) এবং সবচেয়ে ছোট কমিটি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে (৩ জন)।

ছাত্র রাজনীতির পুনর্গঠনে ঢাবি ছাত্রদলের উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক ছাত্র রাজনীতিতে দীর্ঘ সময় পর এতো বিস্তৃত পরিসরে ছাত্রদলের কমিটি ঘোষণা রাজনীতির মাঠে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষাঙ্গনে সংগঠনটির উপস্থিতি পুনরুদ্ধারের কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সংগঠনের পুনরুজ্জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি তারা সংগঠনের আদর্শ ও নিয়ম-কানুন মেনে সক্রিয়ভাবে কাজ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে