চাঁদপুর জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০১:৪০ পিএম
চাঁদপুর জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে চাঁদপুর জেলার চারটি সার্কেলের আওতাধীন পাঁচটি থানায় একযোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ০৭ আগস্ট ২০২৫খ্রিঃ এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। 

চাঁদপুর সদর মডেল থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি।

হাজীগঞ্জ থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।

মতলব দক্ষিণ থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।

মতলব উত্তর থানার আয়োজনে অফিসার ইনচার্জ মো. রবিউল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর।

শাহরাস্তি মডেল থানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী।

ওপেন হাউজ ডে-তে সংশ্লিষ্ট থানা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সামাজিক সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে