গজারিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, যুবসমাজের উদ্যোগে সাময়িক সমাধান

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০২:৪৩ পিএম
গজারিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, যুবসমাজের উদ্যোগে সাময়িক সমাধান

বড়ইকান্দি ভাটের চর হিলফুল ফুজুল যুব সংগঠন উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন  কাজ করেছেন। শুক্রবার সকাল ৮ টা হিলফুল ফুজুল যুব সংগঠন যুবকরা ইটের খোয়া ও সুড়কি ফেলে ভাঙাচোরা রাস্তায় সংস্কারের কাজ করেছেন।

শুক্রবার দিনব্যাপী গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন বিশদ্রোন ভাটেরচর এলাকায় হয়ে বড়ইকান্দি ভাটেরচর  এলাকা থেকে সড়কে এই কাজ করছেন তারা। স্থানীয় ইট ভাটাগুলো থেকে খোয়া ও সুড়কি কিনে জনসাধারণের চলাচলের সুবিধার্থে এসব কাজ স্বেচ্ছায় চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি চলাচলে অযোগ্য হলেও সংস্কারের ব্যবস্থা নেননি স্থানীয় প্রশাসন। বাধ্য হয়ে ওই সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করার জন্য হাতে নিয়েছেন। এ সংগঠনের সদস্যরা দলবদ্ধভাবে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করে সংগঠন চালু করেছেন।

হিলফুল ফুজুল যুব সংগঠন সদস্য  এডভোকেট মনিরুজ্জামান সুমন জানান, ভাটেরচর  সড়কটির অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। তবে আওলাদ বাড়ির  থেকে জহির ফার্মেসী দোকান  পর্যন্ত খানাখন্দ বেশি হওয়ায় এ অংশে প্রায়ই ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে  এলাকার যুব সমাজ ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছেন। 

সরেজমিনে  সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। টাওয়ার সংলগ্ন,  আবু তাহের বাড়ির, ফারুক ভাইয়ের  পর্যন্ত সড়কের বেহাল দশা। স্থানীয়রা জানান, বড়ইকান্দি ভাটেরচর  সড়কের এ অংশটুকুতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আর এতে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, “যুবসমাজের এই চেষ্টায় সাময়িকভাবে হাঁটার সুযোগ তৈরি হলেও, স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তার ব্যবস্থা করা জরুরি। সরকারি সহায়তা ছাড়া এটি সম্ভব নয়।”

গ্রামের মানুষ এখন একটাই দাবি জানাচ্ছেন-অতিদ্রুত আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে তাদের যাতায়াতের ভোগান্তি দূর হয়।

এসময় উপস্থিত থেকে কাজ করেছেন আব্দুল জলিল মাস্টার, এডভোকেট খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন, 

 রমজান মোল্লা, সাদ্দাম হোসেন,মহিউদ্দিন  মোঃ জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার আবুল হোসাইন বাবু   ইঞ্জিনিয়ার আবু তৈয়ব ইঞ্জিনিয়ার   তরিকুল  হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের , মোঃ সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন,  মোঃ হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ,জনি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে