যশোরের ঝিকরগাছায় শিশু গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় প্রাইভেটকার মালিক ইফতেখার আল মামুন তুষার (৩৮) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বন্ধু সাহজাদা (৩৭)।
নিহত ইফতেখার আল মামুন তুষার (৩৮) যশোর কোতয়ালী থানার রেলগেট তেতুলতলা এলাকার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা (৩৭) যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। শুক্রবার (৮আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতেখার আল মামুন তুষার নিজেই তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৯-৬৭১৩) চালিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। ভোরে নবীনগর এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শিশু গাছের সাথে ধাক্কা লেগে পাশের নয়নঝিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং সাথে থাকা সাহাজাদা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সাহজাদাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নাভারণ হাইওয়ে থানা পুলিশের ধারণা,গাড়ির অতিরিক্ত গতি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নাভারন হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর ইউসুফ আলী জানান, কোন মামলা ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।