গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট বিকেল ৫টায় সম্মেলনের উদ্বোধন করেন অত্র অঞ্চলের প্রবীণ পার্টি সদস্য কমরেড ছাবেদ আলী। অঞ্চল সভাপতি কমরেড জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কমরেড তপন কুমার বর্মন, অঞ্চল কমিটির নেতা কমরেড শহিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
পরে একটি লাল পতাকা মিছিল দারিয়াপুর বন্দর প্রদক্ষিণ করে অঞ্চল পার্টি কার্যালয়ে এসে সাংগঠনিক অধিবেশনে মিলিত হয়। পরে জাহাঙ্গীর আলম মাস্টারকে সভাপতি, আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলামকে সহকারি সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট দারিয়াপুর অঞ্চল কমিটি নির্বাচন করা হয়।