রাজশাহীর দুর্গাপুরে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ও বিভিন্ন মামলায় ৫ আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় দুর্গাপুর থানার ওসি দূরুল হুদা'র প্রশংসা করেছেন সচেতন মহল ও স্থানীয় জনসাধারণ। দুর্গাপুর থানা সুত্রে জানাযায়, বহস্পতিবার (৭ আগষ্ট) রাতে দুর্গাপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে
গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫জন পলাতক আসামিদের গ্রেফতার করেন।
তারা হলেন দুর্গাপুর উপজেলার নামোদরখালী গ্রামের ওসিমুদ্দিনের পুত্র ওমর ফারুক ঝুমর (৩৫), আমগাছী গৌরিহার গ্রামের আজিজুল মৃধা'র পুত্র আনছার আলী মৃধা(৫০), পবা থানার এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী দুর্গাপুর উপজেলার আমগাছি পূর্বপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আবেদ আলীর পুত্র রুবেল আলী (৫০), উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সালামের পুত্র সেলিম রেজা (৩৭), ধর্ষণ মামলার আসামি বাগমারা উপজেলার বিনোদপুর গ্রামের
নায়েব আলীর পুত্র আশরাফুল ইসলাম(২৯)। গ্রেফতারকৃত আসামিদের ৮ আগষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা বলেন, বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৫জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।