পিরোজপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর শহীদুল আলম নীরু মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সমপাদক রাজীব আহসান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় আপনাদের দরজায় হাজির হয়েছি। আমরা চাই আপনারা প্রত্যেকটি নেতাকর্মী সুসংগঠিত থাকবে। আপনাদের কাছ থেকে দলের ক্ষতি হয় এমন কিছু তারেক রহমান প্রত্যাশা করেন না। এখন থেকে স্বেচ্ছায় দলের কোন নেতাকর্মী শালিসিসহ স্থানীয় কোন বিষয়ে নিজেদেরকে জড়াতে যাবেন না। প্রয়োজনে আপনারা প্রশাসনের সহযোগিতা নিবেন। আপনারা যদি তারেক রহমানের স্বপ্নের সারথী হতে চান তাহলে দলের নির্দেশনা মানতে হবে। আগামীতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে। কোন নেতাকর্মীদের কারণে ভোটের ক্ষতি হলে তাকে এই দলে রাখা হবে না। আগামী নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সমপাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সমপাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সমপাদক মো. হারুন অর রশিদ, শিল্প বিষয়ক সমপাদক মো. নুরুল আলম বিপ্লব, কৃষি বিষয়ক সমপাদক মো.আলাউদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ প্রমুখ।