শান্তিগঞ্জে পিএফজির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৬:৫৭ পিএম
শান্তিগঞ্জে পিএফজির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ‘পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

বক্তারা বলেন, পিএফজির কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে হলে প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে সম্পৃক্ত রাখতে হবে এবং এ ক্ষেত্রে পিস এম্বাসেডর ও সমন্বয়কারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তারা আরও বলেন, পিএফজি একটি উদার, অসম্প্রদায়িক, বহুত্ববাদী ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রসার, এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সচেষ্ট। বিশেষ করে স্থানীয় পর্যায়ে ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত সহিংসতা নিরসন ও সম্প্রীতি বজায় রাখতে পিএফজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বক্তৃতা করেন পিএফজির এম্বাসেডর লিটন মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ, বিএনপি সদস্য শেফালী আক্তার, জেসমিন আক্তার, খোরশেদা, সফিকুল ইসলাম, কাজলী হিজরা, ছুরত মিয়া, মতিউর রহমান প্রমুখ।

সভায় চলতি মাসেই ‘নারী শান্তি সহায়ক দল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নারীদের সক্রিয় অংশগ্রহণে শান্তিগঞ্জে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী হবে।

সভাটি স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হচ্ছে, যা শান্তিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে