বেন গুরিওন বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৯ আগস্ট, ২০২৫, ১২:১৬ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১১:৫০ এএম
বেন গুরিওন বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনসহ আরও দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং গাজায় ইসরায়েলের “গণহত্যামূলক অপরাধ ও অবরোধের” প্রতিক্রিয়াস্বরূপ পরিচালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে বলা হয়, হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান—তিনটি ড্রোন ব্যবহার করে ধারাবাহিকভাবে তিনটি সামরিক অভিযান পরিচালিত হয়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিওন বিমানবন্দর, বেয়ারশেবা এবং আশকেলন। তার ভাষায়, “ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

ইয়াহিয়া সারি আরও সতর্ক করে বলেন, ইসরায়েলি বন্দরে কার্যরত সব আন্তর্জাতিক কোম্পানি যেন অবিলম্বে সেখানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়। নতুবা, এসব কোম্পানির জাহাজও গন্তব্য যেখানেই হোক, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত অন্তত দুটি ড্রোন মাঝপথে প্রতিহত করা হয়েছে। তবে বাকি ড্রোনগুলো আসলেই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে তেলআবিবের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, বন্দর ও বিমানবন্দর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মানে কেবল সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও চাপ বাড়ানো।

আপনার জেলার সংবাদ পড়তে