ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় বসতে আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন ট্রাম্প। পরে ক্রেমলিন থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
ট্রাম্প জানান, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবে ভূখণ্ড বিনিময়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “এটা জটিল, তবে আমরা কিছু পাবো এবং কিছু পরিবর্তন করবো। উভয়ের কল্যাণে কিছু অঞ্চলের অদলবদল হবে।” যদিও এই প্রস্তাব ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে, কারণ তারা বরাবরই রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়ে এসেছে।
পুতিনের অবস্থান স্পষ্ট—২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবেই রাখতে হবে। এর বাইরে, তিনি ইউক্রেনের পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থামানোর আহ্বান জানিয়ে আসছেন।
বৈঠককে ঘিরে লজিস্টিক প্রশ্নও উঠেছে। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি আইসিসি সদস্য দেশগুলোতে প্রবেশ করলে আটক হওয়ার ঝুঁকিতে থাকবেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং আদালতের কর্তৃত্ব স্বীকার করে না, ফলে আলাস্কায় তার প্রবেশে কোনো আইনি বাধা নেই।
আলাস্কা নির্বাচিত হওয়ার পেছনে ভৌগোলিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র ৫৫ মাইল দূরের এই উত্তরতম মার্কিন অঙ্গরাজ্যটি বেরিং প্রণালী দ্বারা পৃথক। ২০১৯ সালের পর এটি হবে ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি বৈঠক, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খোঁজা।
ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, “এটি একটি কঠিন প্রক্রিয়া হবে, কিন্তু আমরা সক্রিয়ভাবে অংশ নেব।” অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করা গেলে যুদ্ধবিরতি সম্ভব।
এরই মধ্যে গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ফলে ১৫ আগস্টের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে বাড়ছে প্রত্যাশা ও কৌতূহল।