শৈলকুপায় বিয়ে বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত ৭

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০১:০৩ পিএম
শৈলকুপায় বিয়ে বাড়িতে দুর্বৃত্তের  হামলায় আহত ৭

ঝিনাইদহ জেলার শৈলকুপায়  বিয়ে বাড়িতে দুর্বৃত্তের হামলায় ৭জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হুদা কুশাবাড়িয়া গ্রামে শহিদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।  বাড়ির মালিক শহিদুল ইসলাম বিশ্বাস জানান আমার মেয়ে সাদিয়া খাতুনের বিয়ের বর যাত্রীদের খাওয়া দাওয়া শেষে তারা চলে যায়। হঠাৎ রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা আমার এই বিয়ে বাড়িতে  হামলা করে। দুর্বৃত্তদের হামলায়   আমার স্ত্রী সহ ৭জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মালিথিয় পুলিশ ক্যাম্পের  ইনচার্জ এস আই তামিম জানান রাতে হুদা কুশোবাড়িয়া গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে