চাঁদপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০১:৪৯ পিএম
চাঁদপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

আরো বক্তব্য দেন টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশেনর ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ সালাহউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। আমরা এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবী করছি। সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন।

তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।

দ্রুত বিচার ট্রাইবুন্যালে তুহিন হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হউক। যাতে করে অপরাধীরা এই ধরণের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিক আরো কঠোর কমূর্সচির হুশিয়ারি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে