পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
শনিবার (০৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির তালুকদার, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা, উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সদর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, বিএনপি নেতা মোঃ মিজান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ সুধীজন, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা করা হয়।