বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
পুলিশের এ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্য ও ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিল একটা প্রতারক চক্র। এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ডিবির এসআই ফজলুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাতে গাবতলী উপজেলার পীরগাছা বাজারের তিনমাথায় অভিযান চালিয়ে গাবতলী চকরামপুর আকন্দপাড়ার ফজলুল হকের পুত্র মোনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় মোনারুলের হেফাজত থেকে নিয়োগ পরীক্ষার আবেদনপত্রের স্ক্যান কপি, প্রার্থীর ছবি, পরীক্ষার মার্কশিটের ফটোকপি ইত্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা বাদে ও মোনারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ আগষ্ট) ভোরে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার থেকে প্রতারক চক্রের আরেক সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও বিভিন্ন নিয়োগপত্র ও প্রার্থীদের ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত এই চক্র সাব্বির তালুকদারের সঙ্গে ১৭ লাখ টাকায় চাকরি দেওয়ার চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে তারা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও কাগজপত্র নেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা হয়েছে।