দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় গ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম আশ্রম শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবাশ্রম। যেখানে গত কাল শুক্রবার থেকে ৬ দিন ব্যাপী শুরু হয়েছে ঝুলন ও নামযজ্ঞ অনুষ্ঠান। ভক্তরা জানান, অন্যান্য দিন ১০০০/১৫০০ জন এবং নামযজ্ঞ শুরু হলে প্রতিদিন এখানে ১০ হাজার লোকের আগমন থাকা ও খাওয়ার আয়োজন চলে এখানে। ভক্তদের সহযোগিতায় এ আয়োজনের ব্যয় নির্বাহ করা হয়।
ভক্তদের সূত্রে জানা যায়, এ সেবাশ্রমটি আনুমানিক ৭০/৮০ বছর আগে গোবিন্দ চন্দ্র গোস্বামী পৌণে ৭ বিঘা জমিতে এ সেবাশ্রমটি নির্মাণ করেন। এখানে রয়েছে ভক্তদের রান্নার ঘর, থাকার ঘরসহ মন্দীর ও এ সেবাশ্রমটির প্রতিষ্ঠাতার স্মৃতি মট। পাশে রয়েছে খোলা জায়গা যেখানে শতাধিক দোকান বসানো হয়েছে। কেনাবেচাও হয় অনেক। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় গাজীরহাট পুলিশ ফাঁড়ির আইসি এসআই মাসুদের নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলস দেখভাল করে চলেছেন। শ্রী শ্রী রাঁধা গোবিন্দ আশ্রমে চৈত্র মাসে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের মহামিলন অনুষ্ঠান মহালয়া ও মহোৎসব। এ সময় এ সেবাশ্রমটিতে অর্ধ লক্ষাধিক লোকের মিলন ঘটে। দেশ বিদেশের ভক্তদের এখানে আগমন ঘটে। গত বৃহস্পতিবার বিকালে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ সেবাশ্রমটি পরিদর্শন করেন। এ সময় তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে এ সেবা আশ্রমের শৃঙ্খলা নিয়ে এখানকার পৃষ্ঠপোষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন দিঘলিয়া থানার এসআই আদর্শ, গাজীরহাট পুলিশ ফাড়ির আইসি এসআই মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সৈয়দ আবুল কাসেম, শেখ শামীমুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ ও সৌমিত্র কুমার দত্ত। এ সেবা আশ্রমের আগামী দিনগুলোতে পরিচালিত অনুষ্ঠান চলাকালীন সময়ে আইন শৃঙ্খলার যাতে ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে নজর রাখতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন উপস্থিত গাজীরহাট ফাঁড়ির আইসি ও টু-আইসিদের নির্দেশনা দেন। এ সময় সেবা আশ্রমের পরিচালক ভুবন মোহন গোস্বামী, সভাপতি দিলিপ রায়, নীল কোমল নিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, গোপাল রায়, অতিন্দ্র বিশ্বাস শুকান্ত বিশ্বাস ও জয়দেব বিশ্বাসসহ অনেক ভক্তগণ উপস্থিত ছিলেন।