গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও বিচারে দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিকরা মানববন্ধন করেছে।
শনিবার (৯ আগষ্ট) দুপুরে গফরগাঁও প্রেসক্লাব এর ব্যানারে আয়োজিত প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রোবেল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারী, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, তফাজ্জল হোসেন, কামরুজ্জামান লিটন, শফিউল আলম মারুফ, আজহারুল হক, মতিউর রহমান মতি, সৈয়দ আসাদুজ্জামান সোহেল ও মানসুর আহমেদ প্রমুখ।