নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিকার আইন বিষয়ক কর্মশালা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৬:০৭ পিএম
নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিকার আইন বিষয়ক কর্মশালা

নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন  বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন ছিল। এটির আয়োজন করে জেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।

বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এনামুল হক বসুনীয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ৬০ জন অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে