আমলীতে পাঁচজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৭:০১ পিএম
আমলীতে পাঁচজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বরগুনার আমতলীতে মাদক পাচারের হোতা ০৫  মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করেছে আামতলী থানা পুলিশ । গ্রেফতার কৃতরাহল মো: সোলায়মান রকি (২৫) , মাহামুদুর রহমান (২৩), মো : সামিম (২৬), মো: সাদিকহাসান রাফি(২৮), মো: মুসফিকুর রহমান (২৪) ।  শুক্রবার রাত ১.৩০ মি: এরসময় আমতলী উপজেলার টিয়াখালী মেঘমালা ফিলিং স্টেশনে চেক পোস্ট বসিয়ে , ১৬ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাজাসহ তাদেরকে গ্রেফতারকরা হয়। আমতলী থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান বলেন”তারা দীর্ঘদিন পর্যন্ত দক্ষিনাঞ্চলসহ সারা দেশে হিরোইন,ইয়াবা ,গাজা,ফ্যানসিডিল এর ব্যাবসাকওে আসছে । তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আাইনে মামলাদায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে