গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৭:০৬ পিএম
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুরে কর্মরত সকল সাংবাদিকরা।  শনিবার দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবী করে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে, বক্তারা মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ দাবী করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। ।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে। এই দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। 

 প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, জিয়াউল অহসান, খালিদ আবু, এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, এ কে আজাদ, নাসির উদ্দিন হাওলাদার, নাঈম তালুকদার, নাসির উদ্দিন, ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসেন মাসুদ প্রমুখ সাংবাদিক বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে