যশরাজ ফিল্মসের হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। এই আহানের সঙ্গেই প্রেম ছিল শাহরুখকন্যা সুহানার। কিন্তু সে সম্পর্ক টেকেনি। এখন শোনা যাচ্ছে ‘সাইয়ারা’র নায়িকাকে মন দিয়েছেন আহান। আহান পান্ডের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে। ছড়িয়েছে তার পুরাতন স্থিরচিত্র। একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে। এ জুটিকে দারুণ উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। আহান-তারার ছবিটি বেশ আগের। নেটিজেনদের দাবি-“তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন।” যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। পুরোনো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তোলা আহান পান্ডের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে। কিন্তু নতুন খবর হলো সাইয়ারা’ জুটির প্রেম নাকি বাস্তবেও সত্যি হতে চলেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পর্দার প্রেমিক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলে গেছেন নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি আহানও উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে সেখান থেকে বের হতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, আহান তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি নেটিজেনদের। অতঃপর আহান-অনীতের এহেন ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন। তবে ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছিল অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গে। শ্রুতির একটি পোস্ট তাদের প্রেম নিয়ে চর্চা ঘনীভূত করে।