পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সিলেটে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা।
মেলা উপলক্ষে শনিবার (৯ আগস্ট) দুপুরে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রিকাবীবাজার শিশু একাডেমির সামনে থেকে শুরু হয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও পরিচর্যা, এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ অভিযান সফল করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় সারাদেশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা প্রয়োজন। তারা সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলায় রয়েছে ৫৬টি স্টল। এসব স্টলে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।