চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের ০১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
০৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান-৩, এএসআই (নিঃ) সাজেদুর রহমান, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম খন্দকার ও সংগীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় এজাহারনামীয় আসামি রিয়াদ গাজী (৩২), পিতা- ইয়ার আহম্মদ গাজী, সাং- মোহাম্মদপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামীর হেফাজত থেকে মামলার ঘটনায় চুরি যাওয়া একটি ঝুঁঁশর এওঢঢঊজ ১৫৫ ঋও অইঝ মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।