দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিরল শহিদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ আব্দুল বাকী’র সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য, জেলা প্রচার দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। এই আদর্শকে আমরা বুকে লালন করি ধারণ করি। আমরা গত ১৫ বছর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততাকে ধারণ করে তার ত্যাগকে ধারণ করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম করে গত ৫ই আগস্ট সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি।
তিনি আরও বলেন- যারা রাজনৈতিক সুবিধাবাদিতা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত একদশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, চাকরি-বাণিজ্য বা প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।
বিরলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিরলে বর্ণাঢ্য র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে বিরল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালী পৌর-শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরল থানার তদন্ত অফিসার আনিছুর রহমান সরকার, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর ম্যানেজার রেজাউল ইসলাম, আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ কড়া, সিলবানুস টুডু, সুমিতা মুর্মু প্রমূখ।
আলোচনা সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে ৬টি দাবি উপস্থাপন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মাধ্যমে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও ভূমিহীন আদিবাসী মানুষের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবসটি বিরলে যথাযথ মর্যাদায় পালনের জন্য আয়োজন করে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস), কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি। সার্বিক সহযোগিতায় ছিলো উপজেলা আদিবাসী সংগঠনগুলো।