কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
আটককৃতের নাম আসলাম মিয়া (২৯), পিতা-কবির আলী। তার বাড়ি কুড়িগ্রাম সদর পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিকেষ গ্রামে।
পুলিশ জানায়, শনিবার (৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসলামকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আগামীকাল (রোববার) কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।