ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে হালনাগাদ ভোটার তালিকার সম্পূরক খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ আগস্ট) সকাল থেকে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তালিকাটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এতে যুক্ত হয়েছে নতুন ৪৪ লাখ ৬৬ হাজার ভোটারের তথ্য, যা এবারের হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রকাশিত খসড়া তালিকায় কোনো তথ্যগত ভুল, ত্রুটি বা বাদ পড়া থাকলে তা সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত। একই সময়ের মধ্যে নতুন যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদনও গ্রহণ করা হবে। সংশোধনের জন্য জমা দেওয়া সব আবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই নির্বাচন পরিচালনার প্রস্তুতি আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যেই প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছে।