ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চায়ের দোকানে বসে থাকা ৭ বিএনপি কর্মীকে গুরুতর আহত করেছে। আহতব্যক্তিরা হলেন ১ নং ত্রিবেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক গ্রামের পাগলা বাবুল (৪৫) ভদ্র ডাঙ্গা গ্রামের , শাজাহান সিরাজ (৪৫) শিতালি ডাঙ্গা ডাঙ্গা গ্রামের শিমুল ইসলাম (৩২) সহ সাত ব্যক্তি আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জন্য ভর্তি করেছেন। এ ব্যাপারে আহত পাগলা বাবুল জানান আমরা শৈলকুপায় অ্যাটর্ণি জেনারেল আসাদুজ্জামান সাহেবের সাথে দেখা করে বাড়ি যাচ্ছিলাম। শেখপাড়া বসে একটি চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় দুর্বৃত্তরা এসে আমাদের উপর আক্রমণ করে এতে আমরা গুরুতর আহত হয়। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান হামলার ঘটনা ঘটেছে শুনেছি লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।