চাটমোহরে নিজের পেটে হাসুয়া চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৭:১০ পিএম
চাটমোহরে নিজের পেটে হাসুয়া চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

পাবনার চাটমোহরে নিজের পেটে ধারালো হাসুয়া চালিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধা নারী। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে। নিহত নারী হলেন ওই গ্রামের মৃত আমিনুদ্দিনের মেয়ে রফেজা বেগম (৬৫)। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার ও থানার ইন্সপেক্টর

(তদন্ত) নয়ন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের ভাই আল্লেক আলী জানান,সবার অজান্তে তার বোন রাফেজা নিজের পেটে ধারালো হাসুয়া চালিয়ে পেট কেটে আত্মহত্যা করেন। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইতোপূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মোনা যাচ্ছে সে মানসিক ভারসাম্যহীন ছিলো। পরে বিস্তারিত বলা যাবে।