সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ‘উৎসব’ ঝড়

এফএনএস (মোঃ শাহজাহান স্বপন; নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৫, ০৭:১৭ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৭:১৭ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ‘উৎসব’ ঝড়

বাংলা চলচ্চিত্রের বহরে ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ যেন এনে দিয়েছে ভিন্ন স্বাদ। ক্রাইম বা অ্যাকশন-থ্রিলারের ভিড়ে সিনেমাটি নিয়ে একটু অন্য পথেই হাঁটতে চেয়েছিলেন নির্মাতা তানিম নূর। তারকাবহুল এই সিনেমা কতটা সফল, তার আঁচ রয়েছে মুক্তির দুই মাস পরও। মুক্তির প্রথম দিনই পরিবারকেন্দ্রিক কমেডি-ফ্যান্টাসি ড্রামা ঘরানার সিনেমাটি নিয়ে ছিল দর্শকের আলাদা আকর্ষণ। বলা বাহুল্য, প্রচারণার চেয়ে রিভিউ-ই হলমুখী করে তোলে দর্শককে। এখনও ঢাকার একাধিক প্রেক্ষাগৃহে চলছে ‘উৎসব’, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা যে এখনও দর্শক টানতে পারে, তা প্রমাণ করল ‘উৎসব’। এমনকি দেশের বাইরেও দর্শকের কাছে দাপট দেখিয়েছে ‘উৎসব’। হলের দর্শকেরা সামাজিকমাধ্যমে বলছেন, ‘ইন্ডাস্ট্রিতে কমেডি-ফ্যান্টাসি জনরার সিনেমার দরকার ছিল। পরিবার নিয়ে হলে গিয়েছি, দারুণ লেগেছে।’ আরেকজনের মন্তব্য, ‘কতদিন পর হলে গিয়ে বাংলাদেশি সিনেমা দেখলাম মনে নেই, উৎসব দিয়ে সেই অভিজ্ঞতা ফিরল।’ মুক্তির অষ্টম সপ্তাহেও সিনেমাটির আয় প্রশংসনীয়। ফেসবুক পেজ ‘বিএমআর’ এর তথ্য অনুযায়ী, অষ্টম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫৮ লাখ টাকা। আর মুক্তির পর থেকে পর্যন্ত সিনেমাটির আয় ৮ কোটি ৮০ লাখ টাকা। এ তো গেল প্রেক্ষাগৃহের আলাপ! মুক্তির দুই মাস পর, গত বৃহস্পতিবার ‘উৎসব’ আসে ওটিটিতে। মাত্র দুদিনেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য রিভিউ। চিত্র সমালোচকরাও প্রশংসা করেছেন নির্মাণ, অভিনয় ও গল্পের জন্য। বিশেষ করে সিনেমার কিছু দৃশ্যের সংলাপ নেটিজেনরা আলাদা করে মন কেড়েছে, যেসব রিলস বা ভিডিও আকারে বানিয়ে শেয়ার করছেন, যা নিউজফিডজুড়ে দেদারসে ছড়িয়ে পড়েছে। এছাড়াও নেটিজেনরা সিনেমাটির নানা দৃশ্যের অংশ নিয়ে ফটোকার্ডও বানাচ্ছেন। যেমন ভাইরাল একটি ফটোকার্ডে জাহিদ হাসানের একটি সংলাপ ছিল- ‘নিজের ইচ্ছায় যে নিরুদ্দেশ হয়, তারে কখনো খুঁজতে হয় না।’ এছাড়াও অপি করিমের একটি সংলাপও একইভাবে মন কাড়ে দর্শকের; যেটি ছিল- ‘আমাদের জীবনটা না আমাদের দেশের পলিটিক্যাল অবস্থার মতো, কোনো গ্যারান্টি নেই।’ আবার কেউ অভিনয় শিল্পীদের রসায়ন দেখে চলে যাচ্ছেন শৈশবে, স্মৃতিতে- হচ্ছেন ‘নস্টালজিয়া’। এক নেটিজেন লিখেছেন, ‘পর্দার জাহিদ হাসান-আফসানা মিমির রসায়ন এখনও আমাদের মনে টানে।’ আরেকজন লিখেছেন, ‘উৎসব দেখলাম চরকিতে, এককথায় অসাধারণ। বিশেষ করে জাহিদ হাসান কে অনেকদিন পর এমন একটি মুভিতে দেখে খুব ভালো লেগেছে।’ তবে সংলাপ, রিভিউ বা ফটোপোস্টেই থেমে থাকেনি দর্শকদের ভালোবাসা। সিনেমার নানান দৃশ্য কেটে নিয়ে তাতে যুক্ত করা হয়েছে ‘উৎসব’-এর থিম সং, আর সেগুলো একেবারে নতুন মাত্রা পেয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে জনে জনে, আর সামাজিক মাধ্যমে তৈরি করছে এক উচ্ছ্বসিত, ‘উৎসব মুখর’ পরিবেশ। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, তারিক আনাম খান, অপি করিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।