নোয়াখালীর সেনবাগ উপজেলার অন্যতম ব্যাবসা কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় একটি প্লাইউড ফ্যাক্টরী ও ১১ টি দোকান সহ ১২ব্যবসা প্রতিষ্ঠান প্রায় পুড়ে সম্পূন ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। রোববার রাত সোয়া ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউপির সেবারহাট বাজারের পশ্চিম পাশ্ব জালিয়া পুকুরপাড় নামকস্থনে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে সেনবাগ,বেগমগঞ্জ সোনাইমুড়ী ও দাগনভূইুঞা থেকে ফায়ার সাভিসের ৫টি ইউনিট ঘটনাস্থালে পৌছ সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ৪ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্ত ততক্ষতে প্লাইউড ফ্যাক্টরী সহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়।
পুঁেড় যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে মোঃ মহিবের পলি প্লাই উড ফ্যাক্টরী, ইসমাইল সাইকেল পার্সের দোকান, বেলাল মেশিনারিজ, বাপ্পি মোটরসাইকেল ওয়াকসপ দোকান, রবিউলর হোসেনের রবি মেটাল, জেবল হক চা দোকান, মানিকের রিথি গ্লাস থাই ষ্টোর , নিজাম উদ্দিন খানের নিজাম ট্রেডার্স, ফিরোজ খানের থাই এ্যানমুনিয়াম।
যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বেলাল হোসেন জানান,আগুনে এ কটি ফ্যাক্টরী ও ১২ টি দোকার সহ ১২টি ব্যবসা প্রতিষ্টা পুড়ে ছাঁই হয়ে গেছে। তদন্ত পূর্বক ক্ষয়ক্ষতি পরিমান জানাযাবে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থ পরিদশৃন করেছে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শাস্তনা দেন এবং সরকারি ভাবে সহযোগীতার আশ্বাস দেন।