গফরগাঁওয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৪ এএম
গফরগাঁওয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের অংশগ্রহণে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ৫ নং যশরা ইউনিয়নের যশরা মোড়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ- সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট রওশন আরা দিল আফরোজ। গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল আল নিহাদের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে