ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ আগস্ট, ২০২৫, ১০:২১ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম
ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল। এখন মাঠ পর্যায়ের তদন্ত শেষে চূড়ান্ত নিবন্ধনের সিদ্ধান্ত নেবে কমিশন। রোববার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়। পরবর্তীতে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ১৪৭টি আবেদন জমা পড়ে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন করে। প্রথমিক যাচাইয়ে সব দলের আবেদনপত্রে ঘাটতি ধরা পড়ায় ১৪৫টি দলকে ১৫ দিন সময় দিয়ে নথি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। ৩ আগস্ট বিকেল ৫টায় এই সময়সীমা শেষ হয়।

নিবন্ধনের জন্য আইন অনুযায়ী একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলা কমিটি গঠন এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকা বা গত নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট প্রাপ্তির প্রমাণ থাকলেও নিবন্ধন পাওয়া যায়। এসব শর্তপূরণের পাশাপাশি আরও কিছু নিয়ম মেনে আবেদন জমা দিতে হয়, যা প্রাথমিক বাছাইয়ে গুরুত্বের সঙ্গে দেখা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, তাদের দল সব শর্ত পূরণ করেই আবেদন করেছে এবং নিবন্ধনের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আইনি বাধা না থাকলেও এনসিপির প্রস্তাবিত শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক এখনও তফসিলে অন্তর্ভুক্ত হয়নি। আশা করছি, নিবন্ধন সনদ প্রদানের সময় এই প্রতীকগুলোর মধ্যে যেকোনো একটি আমাদের বরাদ্দ দেওয়া হবে।”

২০০৮ সালে আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এর মধ্যে কিছু দলের নিবন্ধন আদালতের রায় বা শর্ত না মানার কারণে বাতিল হয়েছিল। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেলেও জাগপার ক্ষেত্রে ইসি সিদ্ধান্ত দেয়নি।

মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে কোনো আপত্তি না থাকলে ইসি নিবন্ধন সনদ প্রদান করবে। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

আপনার জেলার সংবাদ পড়তে